About Us
Probash Sheba প্রতিষ্টার কারণ
আমি মুসা ইমন দীর্ঘ দশ বছর ওমানে অবস্থান করছি, আমার বাস্তব অভিজ্ঞতায় দেখেছি ওমানে থাকা অনেক বাংলাদেশী ভাইয়েরা বিভিন্ন সমস্যায় পরেন শুধু সামান্য তথ্য না জানার কারণে। সেই কথা চিন্তা করেন, আমি ২০২৪ সালে নভেম্বরে পরিকল্পনা শুরু করি কিভাবে প্রবাসীদের এই সমস্যা সমাধান করা যায়। যে কথা সেই কাজ ২০২৫ সালের মে মাসে এই প্রবাস সেবার কাজ শুরু করি, যার মূল উদ্দেশ্য তথ্য দিয়ে সমস্যা সমাধান। ওমানে থাকা সাধারণ বাংলাদেশী প্রবাসী ভাই বোন সবার জন্য সহজ করে দেওয়া ওমানের জীবন যাপন, যেখানে সহজে জানা যায় কোথায় ভালো ডক্টর, আছে হোটেল, আছে ইস্কুল, আছে, কিভাবে দুতাবাসের সাথে যোগাযোগ করা এক কথা বলতে গেলে প্রয়োজনীয় সবি পাবেন Probash Sheba